অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

2 months ago 30

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। এবারের আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

আগামী ২৯ নভেম্বর শুরু হবে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের এগারোতম আসর। আরব আমিরাতের আয়োজনের এই আসর শেষ হবে ৮ ডিসেম্বর।

মূল পর্বের খেলা শুরুর আগে ভারতের বিপক্ষে একটি গা গরমের ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৬ নভেম্বর।

১৪ জনের সঙ্গে এবারের সফরে বাংলাদেশ দলের স্ট্যান্ডবাই হিসেবে যাবেন ৪ জন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড:
জাওয়াদ আববার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান, সাদ ইসলাম রাজিন।

স্ট্যান্ডবাই:
কালাম সিদ্দিকি আলিন (ট্রাভেলিং রিজার্ভ), শাহরিয়াল আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

এমএইচ/জেআইএম

Read Entire Article