অনুষ্ঠান সঞ্চালনার মধ্যেই পড়ে গেল চেয়ার, অদ্ভূত কাণ্ড তরুণীর

2 months ago 32
চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে সরাসরি সম্প্রচার করা অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন তরুণী। কিন্তু সামনের দিকে একটু এগিয়ে বসতেই তার চেয়ারটি সরে পেছনে উল্টে পড়ে যায়। তবুও কর্তব্য পালনে একটুও ব্যত্যয় ঘটেনি তার। তিনি চেয়ারে বসার ভঙ্গি করে নিজের দায়িত্ব পালনে অটল থাকেন। চেয়ার না থাকার পরও তিনি এমনভাবে বসেন টেবিলের ওপার থেকে বোঝাই যাচ্ছিল না যে তার পেছনে চেয়ার নেই। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। ভিডিওটি দেখার পর তরুণীর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন ইন্টারনেট ব্যবহারকারি লিখেছেন, ‘এমন পরিস্থিতিতে তরুণী যেভাবে নিজেকে সামাল দিয়েছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। টিভির ও পারের দর্শক বুঝতেও পারবেন না যে, সঞ্চালিকা কোনও চেয়ারে বসে নেই।’ তরুণীর এই প্রফেশনালিজম মুগ্ধ করার মতো।  
Read Entire Article