অনুষ্ঠিত হলো ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫

1 month ago 6

দেশের পাখিপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫’। লাভবার্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত চ্যাম্পিয়নশিপ শুক্রবার (৮ আগস্ট) কাকরাইলস্থ আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক ব্রিডার ও শৌখিন পাখিপালক। প্রদর্শিত হয় ৪১টি প্রজাতির ৫০০টিরও বেশি লাভবার্ড, যার মধ্যে ছিল একাধিক বিরল রঙের মিউটেশনও। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ আদনান সালীম। তিনি পাখির রঙের বিশুদ্ধতা, পালকের গঠন, স্বাস্থ্য এবং মানসম্পন্ন প্রজননের ভিত্তিতে মূল্যায়ন করেন।

চ্যাম্পিয়নশিপে বেস্ট ইন শো, কালার ক্লাস উইনার ও ব্রিডার্স চয়েসসহ একাধিক ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ছিল বিচারকের বিশেষ পুরস্কারও, যা প্রতিযোগিতার অন্যতম আকর্ষণে পরিণত হয়। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল, যেখানে দর্শনার্থীরা পাখিদের কাছ থেকে দেখার সুযোগ পান এবং ব্রিডারদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

সমাপনী দিনে বিজয়ীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন আয়োজকরা।

লাভবার্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. নাহিদ কাওসার শুভ বলেন, “দেশীয় ব্রিডারদের উৎসাহিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, শৌখিন পাখিপালন একটি মানসম্পন্ন ও সচেতন চর্চায় পরিণত হোক।”

আয়োজকরা জানান, এই জাতীয় আয়োজন দেশের পাখি-সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

Read Entire Article