অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া আদালতে বলেছেন, ঘটনার (গুলি করে হত্যাচেষ্টার) আগে থেকেই হাদির সাথে ছিল ফয়সাল। সে (ফয়সাল) অনেক রাতে যেত। আবার ভোরে চলে আসতো।' তবে গুলির বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ফয়সালের স্ত্রী। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ কথা বলেন সামিয়া। তিনি আরো বলেন, ‘ঘটনার বিষয়ে কিছু জানি না। ঘটনার ২/৩ দিন আগে আমার সাথে তার (ফয়সালের) দেখা হয়। এরপর আর দেখা হয়নি। ঘটনার দিন কথা হয়। এরপর থেকে আমাদের সাথে কথা বলেনি। আমাদের সাথে থাকে না।’  সামিয়া আদালতকে আরো বলেন, ‘আমার দুই বছরের একটা বাচ্চা আছে। আর যা তথ্য দেয়ার দিয়েছি। আর আমাদের হয়ে কেউ কথা বলবে বাবার বাড়িতে এমন কেউ নাই।’  শুনানি শেষে আদালত সামিয়াসহ তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন হলেন- ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা ম

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া আদালতে বলেছেন, ঘটনার (গুলি করে হত্যাচেষ্টার) আগে থেকেই হাদির সাথে ছিল ফয়সাল। সে (ফয়সাল) অনেক রাতে যেত। আবার ভোরে চলে আসতো।' তবে গুলির বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ফয়সালের স্ত্রী।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ কথা বলেন সামিয়া।

তিনি আরো বলেন, ‘ঘটনার বিষয়ে কিছু জানি না। ঘটনার ২/৩ দিন আগে আমার সাথে তার (ফয়সালের) দেখা হয়। এরপর আর দেখা হয়নি। ঘটনার দিন কথা হয়। এরপর থেকে আমাদের সাথে কথা বলেনি। আমাদের সাথে থাকে না।’ 

সামিয়া আদালতকে আরো বলেন, ‘আমার দুই বছরের একটা বাচ্চা আছে। আর যা তথ্য দেয়ার দিয়েছি। আর আমাদের হয়ে কেউ কথা বলবে বাবার বাড়িতে এমন কেউ নাই।’ 

শুনানি শেষে আদালত সামিয়াসহ তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন হলেন- ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 

গত রোববার রাত আড়াইটার দিকে নরসিংদীর সদর থানা এলাকা থেকে সামিয়া ও সিপুকে এবং মারিয়াকে সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow