অনৈতিক প্রস্তাবে যে কারণে রাজি হয়েছিলেন সাইফ
বলিউডে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে কত না অজানা গল্প। সাইফ আলি খান এবার খোলাসা করলেন অভিনয় জীবনের শুরুর দিকের সেই তিক্ত অধ্যায়। জানালেন, তারকা পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও একসময় পকেটে টাকা ছিল না, আর সেই আর্থিক সংকটই তাকে বাধ্য করেছিল এক প্রযোজকের অনৈতিক প্রস্তাবে রাজি হতে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানান, যখন তার বয়স মাত্র ২১ বছর, তখন তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়। সে সময় পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। এমন একটি সময়ও ছিল যখন তাকে সপ্তাহে মাত্র ১০০০ টাকা অফার করা হয়েছিল একটি উদ্ভট শর্তের বিনিময়ে।
সাইফ জানান, সেই কঠিন সময়ে একজন নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি করে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন। তবে শর্ত ছিল, প্রতিবার টাকা নেওয়ার সময় সেই প্রযোজকের গালে দশবার চুমু খেতে হবে।
সাইফের ভাষ্যে, ‘সেই নারী প্রযোজকের প্রস্তাবে আমাকে পর পর ১০ বার চুমু খেতে হয়েছিল। চুমুপ্রতি ১০০০ টাকা করে দিয়েছিলেন। অথচ লোকে ভাবে, আমি আর্থিকভাবে ভাগ্যবান; আসলে তা নয়।’
তিনি আরও বলেন, পতৌদির নবাব মনসুর আলি খান এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান হওয়ায় অনেকেই মনে করতেন সাইফের পথ মসৃণ ছিল; কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নব্বইয়ের দশকের প্রথম দিকে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।
এদিকে, সাইফকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’-এ। এরপর তাকে পরিচালক প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’ ছবিতে দেখা যাবে, যেখানে তিনি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন।