প্রথমবারের মতো মেট গালার লাল গালিচায় পা ফেলেছেন কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা কিয়ারার পোশাক আর সাজসজ্জার জাদুতে রীতিমত উজ্জ্বল ছিলেন তিনি। রূপের দ্যুতি ঠিকরে বের হচ্ছিলো। কিয়ারা ভক্তরা দারুণ খুশি প্রিয় তারকার এমন সৌন্দর্যে।
সবাই জানেন, কিয়ারা মা হতে চলেছেন। এই সময়ে নারীরা এমনিতেই আরও বেশি সুন্দর হয়ে ওঠে। কিয়ারাও তাই। মেট গালার লাল গালিচায় একেবারে জ্বলজ্বল করছিলেন তিনি।
লাল গালিচায় পোজ দেওয়ার... বিস্তারিত