অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

সন্তানসম্ভবা নারী সোনালী খাতুনসহ ছয় ভারতীয় নাগরিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এ আদেশ দেন।  এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ঠেলে পাঠায় বাংলাদেশে। গত ২০ আগস্ট ওই ছয় ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর মহল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাইকড় থানার দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), তাদের সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান শেখ (১৬) ও মো. ইমাম শেখ (৬)। আসামিপক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু জানান, ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন যে কোনো সময় সন্তান প্রসব করতে পারেন। এ বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে মানবিক কারণে এ মামলায় সোনালীসহ ছয়জনকে তাদের স্থানীয় এক আত্মীয় ফারুক হোসেনের জিম্মায় জামিন দেওয়া হয়। জিম্মাদার ফারুক হোসেন পৌরসভার নয়াগোলা মহল্লার বাসিন্দা। মামলায় জামিন পাওয়ায় উভয় দেশের সরক

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

সন্তানসম্ভবা নারী সোনালী খাতুনসহ ছয় ভারতীয় নাগরিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এ আদেশ দেন। 

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ঠেলে পাঠায় বাংলাদেশে। গত ২০ আগস্ট ওই ছয় ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর মহল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাইকড় থানার দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), তাদের সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান শেখ (১৬) ও মো. ইমাম শেখ (৬)।

আসামিপক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু জানান, ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন যে কোনো সময় সন্তান প্রসব করতে পারেন। এ বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে মানবিক কারণে এ মামলায় সোনালীসহ ছয়জনকে তাদের স্থানীয় এক আত্মীয় ফারুক হোসেনের জিম্মায় জামিন দেওয়া হয়। জিম্মাদার ফারুক হোসেন পৌরসভার নয়াগোলা মহল্লার বাসিন্দা। মামলায় জামিন পাওয়ায় উভয় দেশের সরকার ও আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সোনালী খাতুনসহ অন্যরা। তারা আইনি প্রক্রিয়া দ্রুত শেষে নিজ দেশে ফিরতে চান।

এ মামলার তদারকি করতে বাংলাদেশে এসেছেন ভারতীয় রাজ্য সভার এমপি সামিরুল ইসলামের প্রতিনিধি মফিজুল শেখ। তিনি জানান, ‘ওই ছয় নাগরিক ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকড় থানার বাসিন্দা। তারা দিল্লিতে কাগজ কুড়ানোর কাজ করতেন। দিল্লী পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow