অন্তত ৫০ মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে

3 months ago 96

এয়ার ইন্ডিয়ার প্লেনটি আহমেদাবাদের বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (ফাইমা) এই তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশনটি জানায়, পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এছাড়া, অন্তত দুজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রাখা হয়েছে। কয়েকজনের চিকিৎসকের স্বজনও নিখোঁজ বলে জানা গেছে।

এদিকে, ফাইমার তথ্য অনুযায়ী, প্লেনে থাকা যাত্রীদের অধিকাংশকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সূত্র: বিবিসি

এসএএইচ

Read Entire Article