অন্তর্বর্তীকালীন জামিনে কারামুক্ত হলেন ঝিনাইদহের সাবেক দুই এমপি

1 month ago 19

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় ৭ দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় তারা জেলা কারাগার থেকে বেরিয়ে যান।

জানা যায়, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নয়েব আলী জোয়ারদারকে চলতি বছরের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর, অগ্নি সংযোগের মামলা ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সেপ্টেম্বর মাসের ১২ তারিখ রাতে গ্রেফতার করে র্যাব। পরে সদর থানা পুলিশের রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এদিকে চলতি মাসের ৭ তারিখ রাতে সাভারের নবীনগর এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেফতার করে র্যাব। পরে থানা পুলিশ তাকে ঝিনাইদহে এনে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। ২০১৩ সালে ঝিনাইদহ শহরে জামায়াত কর্মী হত্যা মামলা ও চলতি বছরের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম মশিউর রহমান জানান, তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় এবং নায়েব আলী জোয়ারদারের দুই মামলায় জামিন আবেদন করা হয়। পরে শারীরিক অসুস্থতাজনিত নানা কারণে তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত। নায়েব আলী জোয়ারদারকে চলতি বছরের ডিসেম্বর মাসের ১ তারিখ এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে ১৪ তারিখে পুনরায় আদালতে হাজির হতে হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম

Read Entire Article