অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব দলের অন্তর্ভুক্তি নয় : গোয়েন লুইস

2 months ago 6

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয়। সব জনগণের অন্তর্ভুক্তি। জাতিসংঘের কাছে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্তি মানে হচ্ছে, প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায়।

আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস এসব কথা বলেন।

বুধবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’-এ অংশ নেন তিনি।

এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আপনার মন্তব্য কী? এমন প্রশ্নের উত্তরে গোয়েন লুইস বলেন, এই প্রশ্ন আমার জন্য নয়, এটা সরকারের বিষয়। পারিপার্শ্বিক অবস্থা দেখে সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের এই প্রতিনিধি বলেন, রাখাইনে মানবিক করিডোর হবে কি না, সেটা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ামারের সরকারের ওপর। বাংলাদেশ-মিয়ানমার সরকার রাজি হলেই এটা বাস্তবায়ন সম্ভব। দুই দেশ রাজি হলে জাতিসংঘ সহযোগিতা করবে। তবে এ বিষয়ে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নেবে না।

Read Entire Article