অন্ধরা স্বপ্ন কীভাবে দেখে
ঘুমের মধ্যে কেউ স্বপ্ন দেখেননি, এমন মানুষ হয়তো একটিও খুঁজে পাওয়া যাবে না। সারাদিন আমরা যা ভাবি মূলত তাই আমরা স্বপ্নে দেখি। এসব স্বপ্নের উৎস আমাদের বাস্তব জীবন।
স্বপ্ন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মানুষ প্রতিনিয়ত স্বপ্ন নিয়ে জানতে চায়। তবে মানুষের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি সাড়া দিয়েছে যেটি হলো একজন স্বাভাবিক মানুষ যেভাবে স্বপ্ন দেখেন, অন্ধ মানুষও কী ঠিক একইভাবে স্বপ্ন দেখেন?
তবে চলুন জেনে নেওয়া যাক অন্ধরা কীভাবে স্বপ্ন দেখে-
স্বপ্নের পুরো বিষয়টিই ব্রেইনের হাতে। এখানে চোখের জ্যোতির কোনো প্রভাব নেই। তবে মজা বিষয় হলো একজন দৃষ্টিসম্পন্ন মানুষ যেভাবে স্বপ্ন দেখেন একজন অন্ধ মানুষ যেভাবে স্বপ্ন দেখেন না।
দৃষ্টিসসম্পন্ন একজন মানুষ স্বপ্নের মধ্যে অনেক দৃশ্য দেখেন যা বাস্তব বা অবাস্তব অনেক কিছুই হতে পারে। দৃশ্যগুলো এমন হয়, যেমনটা তারা খালি চোখে দেখে থাকেন। স্বপ্নে তারা তাদের আশে পাশের চরিত্র এবং পরিবেশগুলোকে দেখেন।
অন্ধরাও স্বপ্ন দেখেন। তবে বাস্তবে তারা যেমন ভিজুয়ালি দেখেন না, স্বপ্নেও দেখেন না। তবে স্বপ্নেও বাস্তবের মতো শোনেন, স্পর্শ করেন, স্বাদ ও ঘ্রাণ পান।
ডেনমার্কের এক দল গবেষণায় দেখা যায়, অন্ধরা সাধারণ দৃষ্টিসম্পন্ন মানুষের তুলনায় চারগুণ বেশি স্বপ্ন দেখে থাকে! তারা স্বপ্নে কোনো ছবিই দেখতে পায় না। কারণ তাদের স্মৃতিতে কোনো ছবিই জমা হয়নি।