অন্য নায়কের প্রশংসা করায় ম্যানেজারকে মারলেন ‘মার্কো’ অভিনেতা

3 months ago 8

‘মার্কো’ খ্যাত মালায়ালম অভিনেতা উন্নি মুখুন্দান নতুন করে বিতর্কে জড়িয়েছেন। তার বিরুদ্ধে ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠেছে। জানা গেছে, টোভিনো থমাস অভিনীত ‘নারিভেট্টা’ ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেছিলেন ম্যানেজার বিপিন কুমার। এতে ক্ষিপ্ত হয়েই বিপিনকে শারীরিকভাবে আক্রমণ করেছেন উন্নি মুখুন্দান।

মানোরমা নিউজ ও এশিয়ানেটের মতো একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই ঘটনায় বিপিন কুমার কোচির ইনফোপার্ক থানায় এবং ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব কেরালার কাছে অভিযোগ দায়ের করেছেন।

বিপিনের দাবি, উন্নি মুখুন্দান তাকে কেবল শারীরিকভাবে মারধরই করেননি বরং মৌখিকভাবে হেনস্তাও করেছেন। মারধরের পর তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে আইনি পদক্ষেপ নেন।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত পদক্ষেপ নেবে না।

এদিকে ঘটনাটি নিয়ে মুখ ‍খুলেছেন উন্নি। তিনি মনোরমা অনলাইনে দেওয়া এক বিবৃতিতে জানান, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন এবং ঘটনাস্থলে কোনো শারীরিক হেনস্তার ঘটনা ঘটেনি। তিনি তার ম্যানেজার বিপিনকে ধমকাধমকি করেছেন তবে সেখানে কোনো রকম শারীরিক আঘাতের ঘটনা ঘটেনি। পুরো ঘটনা ঘটে কোচির একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বেসমেন্ট পার্কিং এলাকায় যা সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল। সেখানে তাদের মিউচুয়াল বন্ধু বিশ্ণু উণ্নিথন উপস্থিত ছিলেন বলেও দাবি করেন উন্নি।

অন্য নায়কের প্রশংসা করায় ম্যানেজারকে মারলেন ‘মার্কো’ অভিনেতা

বিপিন কুমার ও উন্নি মুখুন্দান

তিনি আরও জানান, তিনি রাগের মাথায় বিপিনের সানগ্লাস ভেঙে ফেলেন। তিনি বলেন, ‘ও খুব নার্ভাস ছিল। চোখে চোখ রেখে কথা বলছিল না। আমি চেয়েছিলাম ও চোখের দিকে তাকিয়ে কথা বলুক। তাই বলি চশমা খুলতে। এ ছাড়া আর কোনও সহিংসতা হয়নি।’

ঘটনার পরপরই প্রফেশনাল সম্পর্ক ছিন্ন করেন উন্নি। তিনি বিপিনকে বলেন, তার সমস্ত ডিজিটাল অ্যাকাউন্টের অ্যাক্সেস ফেরত দিতে এবং লিখিতভাবে ক্ষমা চাওয়ার অনুরোধ জানান। সেইসঙ্গে তিনি টোভিনো থমাসের সঙ্গেও ফোনে কথা বলেছেন। উন্নি বলেন, ‘আমি নিজে টোভিনোকে ফোন করে সব বলেছি। ও বুঝেছে। আমরা ইন্ডাস্ট্রিতে একসঙ্গে শুরু করেছি। ও ‘মার্কো’র সাফল্য উদযাপন করেছে আমার সঙ্গে। মিথ্যে কথায় বন্ধুত্ব নষ্ট হয় না।’

এসময় উন্নি আরও দাবি করেন, বিপিনের বিরুদ্ধে ইন্ডাস্ট্রিতে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে। এক জনপ্রিয় অভিনেত্রী নাকি তার বিরুদ্ধে আইনি অভিযোগও করেছেন। এছাড়া বিপিনের বাবার চিকিৎসার জন্য উন্নি আর্থিক সহায়তা দিয়েছিলেন বলেও জানান। এত সহযোগিতার পর বিপিন এখন চাঁদাবাজদের মতো আচরণ করছে বলে দাবি উন্নির।

দেখা যাক, উন্নির এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় বিপিন কি নিয়ে হাজির হন।

এলআইএ/এমএস

Read Entire Article