অন্যের গাড়িতে লিফট নিতে পারবেন না পুলিশ সদস্যরা

1 month ago 27

গন্তব্যে যাওয়ার জন্য সাধারণ নাগরিকদের গাড়িতে লিফট নিতে পারবেন না পুলিশ সদস্যরা। যথাযথ পেশাদারত্ব বজায় রাখতে পুলিশের এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে লাহোর কর্তৃপক্ষ।

পাঞ্জাব হাইওয়ে প্যাট্রলের ডিআইজি এক নির্দেশনায় বলেছেন, রিং রোড, জি টি রোড এবং মোটরওয়েজের মতো সড়কগুলোতে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের গাড়িতে লিফট নিতে পারবেন না।

সাম্প্রতিক সময়ে লাহোরের পুলিশ সদস্যদের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহন থামিয়ে লিফট চাইতে দেখা গেছে, যা তাদের আচরণবিধির পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতেই নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন।

বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং নির্দেশ লঙ্ঘনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই পদক্ষেপকে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উন্নত করার এবং কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারত্ব নিশ্চিত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এআরওয়াই নিউজ
কেএএ/

Read Entire Article