বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘জুলাই-অগাস্টের শহীদরা ইতিহাসে নতুন এক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা দেশের মানুষের জন্য উজ্জীবনা সৃষ্টি করেছেন। বাংলার মানুষ আজীবন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। অপরাধী যতই ক্ষমতাধর হোক পতন নিশ্চিত।’
শনিবার (৭ জুন) সকালে নরসিংদীর ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন।
পরে তিনি জুলাই-আগস্টে নিহত সব শহীদদের স্মরণে কোরবানি দেওয়ার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন। শহীদদের স্মরণে পশু কোরবানি দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

মঈন খান বলেন, ‘কারবালায় জিহাদ করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন। মুশরিক, ব্রিটিশ ও ইহুদি এ ত্রিমুখী শক্তির মোকাবিলা করেছিলেন সে মুজাহিদেরা। তারা জিহাদ ও ত্যাগ-কোরবানির যে চেতনা সৃষ্টি করে গেছেন সেটি কেয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুপ্রেরণার স্মারক হয়ে থাকবে।’
এসময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সঞ্জিত সাহা/আরএইচ/জেআইএম

4 months ago
13









English (US) ·