অপরাধের সাম্রাজ্য নিয়ে ফিরছেন ‘র‍্যাম্বো’ তারকা

3 months ago 48

‘তুলসা কিং’ জনপ্রিয় একটি সিরিজ। সিলভেস্টার স্ট্যালোন এতে দ্য জেনারেল মানফ্রেডি চরিত্রে অভিনয় করেছেন। জেনারেল একজন প্রাক্তন মাফিয়া সদস্য। জেল থেকে বেরিয়ে এসে ওকলাহোমায় একটি নতুন অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন।

সিরিজটিতে দুর্দান্ত অভিনয় করেছেন ‌‘রকি’ ও ‘র‍্যাম্বো’ তারকা স্ট্যালোন। এর জনপ্রিয়তা দেখে সম্প্রতি আরও দুটি সিজন তৈরি হতে যাচ্ছে। সেখানেও নিজের অপরাধী সাম্রাজ্যের আধিপত্য বজায় রাখবেন এই অভিনেতা। সিরিজটির সিজন ৩ এবং ৪- এ তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, আগামী দুটি মৌসুম হবে আরও আকর্ষণীয় এবং উত্তেজনার। এ দুটি সিজনে অভিনয়ের জন্য পারিশ্রমিক বেড়েছে স্ট্যালোনের।

র‍্যাম্বো, হলিউড, বিশ্ব চলচ্চিত্র, চলচ্চিত্র, সুপারস্টার, সিরিজ, ওটিটিঅপরাধের সাম্রাজ্য নিয়ে ফিরছেন ‘র‍্যাম্বো’ তারকা

শোনা যাচ্ছে, সিলভেস্টার স্ট্যালোন সিজন ২-এ প্রতি এপিসোডে ১.৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছেন। সেটি বৃদ্ধি পেয়ে নতুন চুক্তিতে আরও বেশি অর্থ পাবেন তিনি।

স্ট্যালোন কেবল এই সিরিজের অভিনেতাই নন, এর নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সিরিজটি পারামাউন্ট+ এর জন্য এমটিভি এন্টারটেইনমেন্ট স্টুডিও এবং ১০১ স্টুডিও প্রযোজনা করছে। পারামাউন্ট গ্লোবাল কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পালন করে।

এলএ/জেআইএম

Read Entire Article