অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৮৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই এ কর্মশালার মূল লক্ষ্য। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সৎ, সাহসী, বস্তুন
গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৮৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই এ কর্মশালার মূল লক্ষ্য।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সৎ, সাহসী, বস্তুনিষ্ঠ ও নিষ্ঠাবান সংবাদ পরিবেশ করাই সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিৎ। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা, সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
What's Your Reaction?