অপহৃত এনসিপি কর্মী উদ্ধার
ডিবি পরিচয়ে অপহরণের শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ওয়াশিম আহমেদ মুকছানকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) ভোরে কদমতলীর বাসা থেকে অপহরণের পর মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক কোনো কারণে নয়, পারিবারিক কারণে তিনি অপহরণের শিকার হয়েছিলেন। আমরা তাকে উদ্ধার করেছি। বিস্তারিত পরে জানানো হবে। এর আগে তার স্ত্রী শারমিন আক্তার টুম্পা অভিযোগ করেন, ৪ জানুয়ারি ভোরে ৫ থেকে ৬ অজ্ঞাত ব্যক্তি ডিবি পরিচয়ে ওয়াশিমকে ডেকে নিয়ে যায়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ওইদিনই কদমতলী থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন ওয়াশিমের স্ত্রী।
ডিবি পরিচয়ে অপহরণের শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ওয়াশিম আহমেদ মুকছানকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) ভোরে কদমতলীর বাসা থেকে অপহরণের পর মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক কোনো কারণে নয়, পারিবারিক কারণে তিনি অপহরণের শিকার হয়েছিলেন। আমরা তাকে উদ্ধার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে তার স্ত্রী শারমিন আক্তার টুম্পা অভিযোগ করেন, ৪ জানুয়ারি ভোরে ৫ থেকে ৬ অজ্ঞাত ব্যক্তি ডিবি পরিচয়ে ওয়াশিমকে ডেকে নিয়ে যায়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ওইদিনই কদমতলী থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন ওয়াশিমের স্ত্রী।
What's Your Reaction?