অপহৃত কৃষকলীগ নেতা মনিকে খুলনা থেকে উদ্ধার

2 months ago 6
বাগেরহাট জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।  বৃহস্পতিবার (১২ জুন) সকালে পুলিশের তত্ত্বাবধায়নে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, মো. মনি মল্লিককে রূপসা এলাকার দুষ্কৃতকারীরা অপহরণ করেছিল। এর আগে  বুধবার (১১ জুন) রাতে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।  মো. মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মনি মল্লিক বলেন, চারজনের একটি দল রূপসা এলাকা থেকে ধরে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তারা আমাকে কিলঘুষি ও পা দিয়ে লাথি মেরেছে। তবে আমি পা পিছলে পরে গিয়ে বেশ আঘাত পেয়েছি। এটা অপহরণ নয়, আমাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো. তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে খুলনা শহরের টিবি বাউন্ডারি সড়ক থেকে তাকে উদ্ধার করেছি। তিনি আরও বলেন, মো. মনি মল্লিক বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নামে মামলা রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে যাচাইবাছাই শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read Entire Article