অপারেশন ডেভিল হান্টে বরিশালে গ্রেপ্তার ১৬

3 hours ago 7

‘অপারেশন ডেভিল হান্টে’ বরিশাল জেলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

পুলিশ সুপার বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। মঙ্গলবার বরিশাল জেলা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

একই সময়ে বরিশাল নগরী থেকে পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন ওসি মিজানুর। এ ছাড়া বিকেলে নগরীর রসুলপুর কলোনিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে আটক করা হয়েছে।

Read Entire Article