অপারেশন সিঁদুর ইতিহাসে সবচেয়ে বড় ও সফল অভিযান: মোদী

3 months ago 9

অপারেশন সিঁদুর ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ও সফল সন্ত্রাসবিরোধী অভিযান বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাম হামলার জবাবের পর ‘সিঁদুর’ এখন সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, গুলির জবাব এবার কামানের গোলায় দেওয়া হবে।

মধ্যপ্রদেশে লোকমাতা দেবী অহল্যাবাইয়ের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত নারী সশক্তিকরণ মহাসম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

মোদী বলেন, সিঁদুর এখন আমাদের দেশে সাহসের প্রতীক। ভারত সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। আমাদের রীতিতে সিঁদুর নারীর শক্তির প্রতীক। হনুমানজিও রামভক্তিতে সিঁদুর ধারণ করেন, শক্তি পূজায়ও সিঁদুর অর্ঘ্য হিসেবে দেওয়া হয়। এবার এই সিঁদুর রূপ নিয়েছে বীরত্বের প্রতীকে।

প্রধানমন্ত্রী আরও জানান, চলতি মাসের শুরুর দিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পহেলগামে ২৬ জন নাগরিককে হত্যার ঘটনার দুই সপ্তাহ পর চালানো হয় এই অপারেশন সিঁদুর।

তিনি বলেন, পহেলগামে সন্ত্রাসীরা শুধু ভারতীয়দের রক্ত ঝরায়নি, তারা আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিক ঐক্য এবং নারীদের সম্মানকে আঘাত করেছে। এই চ্যালেঞ্জই হয়েছে সন্ত্রাস ও তাদের মদতদাতাদের জন্য মৃত্যুঘণ্টা। পাকিস্তানি সেনাবাহিনী যখন কল্পনাও করতে পারেনি, তখন ভারতীয় বাহিনী সফলভাবে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, এই অভিযান কেবল সামরিক সাফল্য নয়, বরং এটি নারীদের ক্ষমতায়নের প্রতীক হিসেবেও উদ্ভাসিত হয়েছে। এবার ৭৫ জন নারী সংসদ সদস্য হয়েছেন, যা একটি বড় অগ্রগতি।

মোদী নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সদ্য পাস হওয়া নারী শক্তি বন্দন আইন (নারী সংরক্ষণ বিল) এর উল্লেখ করেন। এই আইন অনুযায়ী, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, আজ বিশ্বের সামনে ভারতের মেয়েরা জাতীয় প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতা প্রমাণ করছে।

সূত্র: দ্য হিন্দু

এমএসএম

Read Entire Article