অফসাইড গোল কান্ডে ভিএআর কে দুষছেন জর্জিয়ার কোচ

3 months ago 48

প্রথমবারের মত ইউরোতে খেলতে এসেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল জর্জিয়া। কিন্তু তাদের এই শুভযাত্রার সমাপ্তি ঘটে স্পেনের কাছে। ৪-১ গোলের ব্যবধানে হার কোনভাবেই মেনে নিতে পারছেন না জর্জিয়ার কোচ। রড্রির করা প্রথম গোলটি অফসাইড ছিল বলেও দাবি করছেন তিনি।

ম্যাচ রিপ্লেতে দেখা যায়, রড্রি যখন বলে কিক নিচ্ছিলেন তখন মোরাতা গোলরক্ষকের সামনে অফসাইড পজিশনে ছিলেন। বল মোরাতার পাশ দিয়ে জালে জড়ালেও বলে টাচ করেননি মোরাতা। তবে গোলরক্ষককে কিছুটা বিভ্রান্ত করেছিলেন। আর এটা নিয়েই আপত্তি জানিয়েছেন জর্জিয়ার কোচ।

ইউরোতে ফ্রান্সের বিপক্ষে নেদারল্যান্ডসের জাভি সিমন্সের গোলটি এমন করেই বাতিল করেছিল ভিএআর।

কোচ উইলি সাগনোল বলেন, 'এটা অবশ্যই অফসাইড ছিল। অবশ্যই। ভিএআর অবশ্যই দারুণ প্রযুক্তি কিন্তু তারা জানে না এটাকে কীভাবে ব্যবহার করতে হয়। আমি বুঝতে পারলাম না এটাকে কেন বাতিল করা হয়নি। এমনভাবেই একটা গোল ইতোমধ্যে বাতিল করা হয়েছে এই টুর্নামেন্টে।'

রড্রির গোলের আগ পর্যন্ত ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল জর্জিয়া। কিন্তু শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে হারতে হয় তাদের।

বিদায় নিলেও জর্জিয়ার কোচের পদে থাকবেন কিনা সেটি এখনই বলতে পারছেন না তিনি। ৪৭ বছর বয়সী এই ফ্রান্স কোচ বলেন, 'আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয় এটা। আমরা কি করেছি সেটা নিয়ে আলোচনার সময়। আমরা একটা দল হিসেবে খেলতে পেরে খুশি। আশা করছি পরের টুর্নামেন্টটা আমাদের জন্য আরো ভালো হবে।'

আরআর/এমএস

Read Entire Article