‘ঐ দিন কিছুক্ষণ পরপর বিডিআর জওয়ানরা বাসায় এসে দরজা ধাক্কাচ্ছিল। একপর্যায়ে তারা দরজা ভেঙে ফেলে। পুরো বাসা তল্লাশি করে টাকা ও প্রাইজবন্ড যা ছিল নিয়ে যায়। তখন আমার ছোট ছেলে বারবার জওয়ানদের কাছে জিজ্ঞাসা করছিল, আমার বাবা কেমন আছে? প্রথমবার কিছু না বললেও পরে যখন এসেছে, তখন একজন জওয়ান বলল, একজন অফিসারের মাথার দাম ৫ লাখ টাকা। সবার তো মুখ রুমাল দিয়ে বাধা ছিল, ফলে কে কথাটা বলেছে তার চেহারা দেখতে... বিস্তারিত