অফিসের পথে লটারি কিনে জিতলেন ৩৬ লাখ টাকা!

2 weeks ago 15
পকেটে ছিল কিছু অতিরিক্ত অর্থ। সেই অর্থ দিয়েই অফিসে যাওয়ার পথে গাড়ি থামিয়ে কিনেছিলেন একটি টিকিট। সেই টিকিটই ভাগ্য বদলে দিল তার। অনেকটাই শখ করে কেনা এই টিকিটে জিতলেন কয়েক লাখ টাকা।  সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের এক বাসিন্দার সঙ্গে এ ঘটনা ঘটেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, অফিসের কাজে গাড়ি নিয়ে বের হওয়ার পর যাত্রাপথে গাড়ি থামিয়ে ৩ ডলারের একটি টিকিট কিনেন গ্রান্ট জনসন নামের এক ব্যক্তি। আশ্চর্যজনকভাবে এতে প্রায় ৩০ হাজার ডলার জিতে যান তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ টাকা।  জনসন জানান, এত অর্থ জিতে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। এমনকি তিনি এতটাই এতটাই অবাক হন যে, ট্রাক থেকে পড়ে যাচ্ছিলেন। অফিস শেষে বাড়ি ফিরেই দাদিকে টিকিটটি দেখিয়েছিলেন। তিনি ১৮ বছর বয়সে লটারি খেলতে শুরু করেছিলেন। লটারি জেতার খবরে তার দাদি কেঁদে ফেলেন।  তিনি জানান জানান, পুরস্কারের অর্থ দিয়ে তিনি পরিবারের সদস্যদের জন্য একটি গাড়ি কিনবেন। আর বাকি অর্থ বাড়ি সংস্কারে ব্যয় করবেন। 
Read Entire Article