অবশেষে জয়ের ফুল ফুটল নোয়াখালীর
হাসান মাহমুদের স্লোয়ার ব্যাটে লাগাতে পারেননি মোস্তাফিজুর রহমান। ২ বলে রংপুর রাইডার্সের তখন জয়ের জন্য প্রয়োজন ১০ রান। ওই ডট বলে নোয়াখালী এক্সপ্রেসের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষপর্যন্ত হাসি ফুটল নোয়াখালীর ডাগ আউটে। শেষ বল করার আগেই নোয়াখালীর উল্লাস, উচ্ছ্বাস বলে দিচ্ছিল একটি জয়ের জন্য কতটা অপেক্ষায় ছিল তারা। প্রধান কোচ খালেদ মাহমুদ, সহকারী কোচ তালহা জুবায়েরের মুখের হাসি এবং বাকিদের চোখে-মুখে আনন্দ ছিল দেখার মতো।
What's Your Reaction?
