বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালের পথে রওনা হওয়ার কথা ছিল বুধবার দুপুরে। দেড়টায় রওনা হওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় বিলম্ব হতে থাকে। দেড়টার পরিবর্তে ফ্লাইট সন্ধ্যায় পিছিয়ে যায়। বাংলাদেশ দল শেষঅবধি নেপালের পথে রওনা হয়েছে রাত ৮টার দিকে। ফুটবল ফেডারেশনের মিডিয়া উইং থেকে তথ্যটি জানানো হয়েছে। বিমানবন্দরে দলকে অপেক্ষা করতে […]
The post অবশেষে নেপালের পথে জামাল-তপুরা appeared first on চ্যানেল আই অনলাইন.