অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা

6 days ago 15

অবশেষে অপেক্ষার অবসান। দীপাবলির আলোকোজ্জ্বল দিনে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

পরিবারের সঙ্গে দীপাবলির বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলোতে দীপিকা, রণবীর ও তাদের কন্যা দুয়াকে দেখা গেছে ঐতিহ্যবাহী পোশাকে। মা-মেয়ে দুজনই পরেছেন লাল রঙের চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার সাজে যেমন ঔজ্জ্বল্য, দুয়ার পোশাকেও তেমনি ছাপ পড়েছে মায়ের রুচির।

অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা-ঘিয়ে রঙের শেরওয়ানি। এক ফ্রেমে তিনজনের হাস্যোজ্জ্বল মুহূর্ত—দুয়া কখনো হাসছে, কখনো বাবা-মায়ের কোলে খেলছে। ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল সংক্ষিপ্ত অথচ মধুর বার্তা—‘দীপাবলির শুভেচ্ছা।’

অনেক দিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিলেন এই তারকা দম্পতির কন্যাকে দেখার জন্য। কারও মতে দুয়া একেবারে দীপিকার অনুরূপ, আবার কারও মতে তার চোখ-মুখে স্পষ্ট রণবীরের ছাপ।

পাঁচটি ছবির শেষটিতে দেখা যায়, দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন—দৃশ্যটি ছুঁয়ে গেছে অনুরাগীদের হৃদয়।

গত বছর গণেশ চতুর্থীর পরদিন কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা। সেই বছরের দীপাবলিতেই মেয়ের নাম ‘দুয়া’ প্রকাশ করেছিলেন তারা, শুধু পায়ের ছবিটি দিয়েছিলেন।

Read Entire Article