অবশেষে শেষ হলো শিরীন শিলার ‘নীল আকাশে পাখি উড়ে’
নানা জটিলতা ও দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে শেষ হলো চিত্রনায়িকা শিরীন শিলা অভিনীত সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেল পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের রোজার মাসে। তবে প্রথম লটের কাজ শেষ হওয়ার পরই থমকে যায় নির্মাণকাজ। সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্প্রতি দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়ে নিজের অংশের কাজ শেষ করেছেন শিরীন শিলা।
কিছুদিন আগেই এই নায়িকার পরপর দুটি সিনেমা—সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ ও নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি পেয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার কাজ শেষ করার খবর দিলেন তিনি।
সিনেমাটি প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘যেহেতু সরকারি অনুদানের কাজ, তাই সিনেমাটিতে প্রবল আগ্রহ নিয়ে আমি কাজ করেছি। আমার চরিত্রটিও সুন্দর। তবে গত বছর রোজার সময়ে এই সিনেমার কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে শুটিং করতে হয়েছিল। তখন বিভিন্ন কারণে মন খারাপও হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘যাক, এখন সেসব প্রতিকূলতা কমই আছে। তারপরও যেহেতু সিনেমাটির কাজ শুরু করে দিয়েছি, এখন ভালোভাবে শেষ করতে চাই। মন দিয়ে নিজের চরিত্রটি ফুটি
নানা জটিলতা ও দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে শেষ হলো চিত্রনায়িকা শিরীন শিলা অভিনীত সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেল পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের রোজার মাসে। তবে প্রথম লটের কাজ শেষ হওয়ার পরই থমকে যায় নির্মাণকাজ। সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্প্রতি দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়ে নিজের অংশের কাজ শেষ করেছেন শিরীন শিলা।
কিছুদিন আগেই এই নায়িকার পরপর দুটি সিনেমা—সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ ও নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি পেয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার কাজ শেষ করার খবর দিলেন তিনি।
সিনেমাটি প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘যেহেতু সরকারি অনুদানের কাজ, তাই সিনেমাটিতে প্রবল আগ্রহ নিয়ে আমি কাজ করেছি। আমার চরিত্রটিও সুন্দর। তবে গত বছর রোজার সময়ে এই সিনেমার কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে শুটিং করতে হয়েছিল। তখন বিভিন্ন কারণে মন খারাপও হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘যাক, এখন সেসব প্রতিকূলতা কমই আছে। তারপরও যেহেতু সিনেমাটির কাজ শুরু করে দিয়েছি, এখন ভালোভাবে শেষ করতে চাই। মন দিয়ে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক মতো শেষ হলে সিনেমাটি দর্শকের ভালো লাগতে পারে।’
‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী লুইপা ও কোনাল। এর মধ্যে লুইপা দুটি গান এবং কোনাল টাইটেল সং-টি গেয়েছেন। গানগুলো নিয়ে বেশ আশাবাদী শিলা।
কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও সময় দিচ্ছেন এই নায়িকা। মায়ের ইচ্ছা পূরণ করতে সম্প্রতি তাকে নিয়ে কানাডা ঘুরে এসেছেন। দেশে ফিরে সিনেমার কাজের পাশাপাশি অংশ নিচ্ছেন স্টেজ শো-তেও।
শিলা জানান, এরই মধ্যে তার কাছে বেশ কয়েকটি নতুন সিনেমার প্রস্তাব এসেছে। তবে গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল তিনি নতুন কাজে যুক্ত হবেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘হিটম্যান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শিরীন শিলার। এরপর ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘মিয়া বিবি রাজি’, ‘বীরাঙ্গনা ৭১’, ‘শেষ বাজি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে।