অবশেষে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তার

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার একের পর এক ঘটনা ঘটেই চলছিল। তবে চক্রের সদস্যদের খুঁজে বের করতে পারছিল না পুলিশ। অবশেষে সেই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে তারা। ভুক্তভোগী এবং র‌্যাবের সহযোগিতায় নাসির গাজী নামের ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্যকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তার নাসির গাজী পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে।  বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি বরিশালে সাধারণ মানুষকে টার্গেট করে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে তাদের টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও সিসি ফুটেজ বিশ্লেষণ করে র‌্যাব-৮ এর সহযোগিতায় বুধবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে চক্রের সদস্য নাসির গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে, ‘শয়ত

অবশেষে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তার

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার একের পর এক ঘটনা ঘটেই চলছিল। তবে চক্রের সদস্যদের খুঁজে বের করতে পারছিল না পুলিশ।

অবশেষে সেই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে তারা। ভুক্তভোগী এবং র‌্যাবের সহযোগিতায় নাসির গাজী নামের ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্যকে গ্রেপ্তার করে তারা।

গ্রেপ্তার নাসির গাজী পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে। 

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি বরিশালে সাধারণ মানুষকে টার্গেট করে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে তাদের টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও সিসি ফুটেজ বিশ্লেষণ করে র‌্যাব-৮ এর সহযোগিতায় বুধবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে চক্রের সদস্য নাসির গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে, ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তারের খবরে থানায় হাজির হন চলতি বছরের গত ২০ সেপ্টেম্বর নগরীর ধান গবেষণা রোডে ভুক্তভোগী তাহমিনা বেগমের ছেলে এবি পার্টির বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর।

তিনি জানান, তার মাকে বস করে এই চক্রটি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৮ সদস্যদের সহযোগিতায় চক্রের একজন সদস্য নাসির গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

‘শয়তানের নিঃশ্বাস’ হলো স্কোপোলামিন নামক একটি শক্তিশালী ওষুধ। যা মানুষকে সম্মোহিতের মতো করে তোলে, স্মৃতিশক্তি লোপ করে এবং তাদের বাধ্য করে অপরাধীদের নির্দেশ মানতে।

সম্প্রতি বরিশাল নগরী থেকে এক গৃহবধূকে সম্মোহিত করে ঢাকায় নিয়ে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ করে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্যরা। ওই ঘটনায় বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই নারী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow