জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি, অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। আমরা ‘বি’ অপশনে যাচ্ছি না।
রোববার (২২ জুন) নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ইসি পুনর্গঠন না হলে এ ইসির অধীনে ভোটে যাবেন কি? এমন প্রশ্নে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি, ইসি পুনর্গঠন হবে। আমরা ‘বি’ অপশনে যাচ্ছি না।
এসময় তার সঙ্গে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন গ্রহণের শেষ দিন ছিল ২২ জুন (রোববার)। শেষ দিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে দলটি।
এমওএস/এমএএইচ/জিকেএস