অবসর ভেঙে আবার ডাগআউটে ফিরছেন রানিয়েরি

3 months ago 58
কোচিং থেকে অবসর নেওয়ার ছয় মাস পর আবার ডাগআউটে ফিরছেন ক্লাওদিও রানিয়েরি। এই মৌসুমে রোমার তৃতীয় প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মৌসুমের বাকি সময়ের জন্য ৭৩ বছর বয়সী রানিয়েরিকে কোচের দায়িত্ব দেওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়েছে রোমা। ক্লাবের মালিকদের পরামর্শ দেওয়া এবং স্থায়ী কোচ খোঁজায় সহায়তাও করবেন তিনি। এছাড়া মৌসুম শেষে তিনি ক্লাবের সিনিয়র নির্বাহীর ভূমিকা পালন করবেন। এই নিয়ে তৃতীয়বারের মতো নিজের জন্ম শহরের ক্লাবটির কোচের দায়িত্ব পালন করবেন রানিয়েরি। এর আগে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত এবং ২০১৯ সালে দুই মাসের জন্য দায়িত্বে ছিলেন তিনি। এ যাত্রায় ইভান ইউরিচের স্থলাভিষিক্ত হলেন রানিয়েরি।
Read Entire Article