অবসরে যাচ্ছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম। বুধবার (১১ ডিসেম্বর) তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।
শেষ কর্মদিবসে সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে প্রথা অনুযায়ী তাকে এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে বলে জানান আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা।
আপিল বিভাগের বিচারপতি জিয়াউল করিম ১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৮৮ সালের ১৮ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ১৯৯৬ সালের ২৮ নভেম্বর তিনি আইনজীবী হিসেবে আপিল বিভাগে তালিকাভুক্ত হন। সৈয়দ জিয়াউল করিম ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
২০০৬ সালের ২৩ আগস্ট স্থায়ী বিচারক হন তিনি। গত ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। প্রধান বিচারপতিসহ বর্তমান আপিল বিভাগে ৬ জন বিচারপতি রয়েছেন। বিচারপতি সৈয়দ জিয়াউল করিমের অবসরের পর আপিল বিভাগের বিচারপতি সংখ্যা ৫ জনে দাঁড়াবে।
এফএইচ/ইএ/জিকেএস