অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

2 hours ago 3

সিলেট জেলা পুলিশ সবসময় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেছেন, পাথর উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে সরকার ঘোষিত নীতিমালা এবং উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

কালবেলায় বৃহস্পতিবার  (২১ আগস্ট) ‘৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে : সিলেটের সাদাপাথর লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে পাঠানো বিবৃতিতে পুলিশ সুপার এসব কথা বলেন। 

পুলিশ সুপার দাবি করেছেন, প্রতিবেদনে পুলিশ সুপার ও সিলেট জেলা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন, বস্তুনিষ্ঠতার ঘাটতিপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

তিনি বলেন, সিলেট জেলা পুলিশ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা থেকে বিরত থাকবে দায়িত্বশীল গণমাধ্যম। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে তুলে ধরবে।
 

Read Entire Article