অবৈধ চিড়িয়াখানা থেকে ৩১ বন্যপ্রাণী উদ্ধার

1 month ago 27

শরীয়তপুরের নড়িয়ায় ‘মর্ডান ফ্যান্টাসি কিংডম’ নামে একটি শিশু পার্ক ও পিকনিক স্পটে অভিযান চালিয়েছে বনবিভাগ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময়  অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানা থেকে ১০ প্রজাতির ৩১টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার কলুকাঠি এলাকায় এ যৌথ অভিযানে বন্যপ্রাণীগুলো উদ্ধারে পর অবমুক্ত করা হয়।

উদ্ধার প্রাণীদের মধ্যে রয়েছে- ভাল্লুক, মিঠা পানির কুমির, বার্মিজ অজগর, সজারু, মেছো বিড়াল, বন বিড়াল, কালিম পাখি, ঘুঘু, টিয়া ও বালি হাঁস।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস কালবেলাকে জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ৬ ও ৩৪(খ) অনুযায়ী বন্যপ্রাণী দখলে রাখা, শিকার, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ আইন পরিপন্থি। এ ছাড়া ধারা ৩২ অনুযায়ী এসব প্রাণী জব্দ করার ক্ষমতা রয়েছে বন অধিদপ্তরের। উদ্ধার প্রাণীগুলো প্রথমে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। পরে কিছু প্রাণী প্রকৃতিতে অবমুক্ত করা হবে এবং বাকিগুলো গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

এ অভিযানে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারীর সার্বিক দিকনির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, যার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ ছাড়া অভিযানে স্থানীয় প্রশাসন ও ফরিদপুর সামাজিক বন বিভাগ সহযোগিতা করেছে।

তিনি জানান, বন অধিদপ্তর অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। যদি কোথাও বন্যপ্রাণী অবৈধভাবে আটকে রাখার তথ্য পাওয়া যায়, তাহলে নিকটস্থ বন বিভাগ বা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে দ্রুত জানাতে জনগণের প্রতি অনুরোধ করা হয়।  

Read Entire Article