অবৈধ সম্পদ অর্জন: কাস্টমস এজেন্ট হ্যাপীর বিরুদ্ধে দুদকের মামলা

1 month ago 18

প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট শরীফ মোহাম্মদের (হ্যাপী) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শরীফ মোহাম্মদ (হ্যাপী) কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট হিসেবে কর্মরত থেকে অবৈধ উপায়ে ৬ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৫৪২ টাকার সম্পদ অর্জন করেছেন, যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার ১২৫ টাকার সম্পদের মধ্যে জেনেশুনে অসৎ উদ্দেশ্যে ৩ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ১৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।

আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসএম/এমএএইচ/এমএস

Read Entire Article