অবৈধ সার মজুদের দায়ে সার বিক্রেতাকে জরিমানা

1 month ago 33
ময়মনসিংহের গৌরীপুরে জাহাঙ্গীর আলম সোহাগ নামে এক সার বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ সার মজুতের দায়ে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে জাহাঙ্গীর আলম সোহাগের সারের দোকান রয়েছে। তিনি ওই এলাকার সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা। বৃহস্পতিবার সকালে তিনি দোকানে অবৈধ ৩০০ বস্তা সার তার দোকানের গোডাউনে মজুত করেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান ওই দোকানে অভিযান চালান। এ সময় অবৈধ সার মজুতের দায়ে জাহাঙ্গীর আলম সোহাগকে ৩০ হাজার টাকা দণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান অভিযান এবং অর্থদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।
Read Entire Article