অবৈধদের দেশে ফেরার মেয়াদ বাড়াল মালয়েশিয়া

4 hours ago 7
কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সময়সীমা বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর ২০২৪ কাগজপত্রবিহীন অভিবাসীদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল। অভিবাসন বিভাগের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত অভিবাসীরা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করেছে কিন্তু ইমিগ্রেশনে গিয়ে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তাদের জন্যই এ সুযোগ। তারা ২১ মার্চ ২০২৫ এর মধ্যে অভিবাসন বিভাগে গিয়ে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে নতুন কেউ আবেদন করে এ প্রক্রিয়ায় যেতে পারবেন কিনা এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি ওই বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। গেলো বছরের মার্চ থেকে শুরু করে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে সে সুযোগ। সরকারের দেওয়া এ সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে নিজ নিজ দেশে ফিরেছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৩ লক্ষ অভিবাসী। তবে বছরজুড়ে চলা এ সুযোগও কাজে লাগাতে পারিনি অনেকে। বিশেষ করে শেষ সময়ে ফিরতে চাওয়া অনেক অভিবাসী নানা জটিলতায় অভিবাসন বিভাগে সময়মতো যেতে পারেননি। মূলত এসব অভিবাসীদের দেশে ফিরতেই এ সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার।
Read Entire Article