অবৈধভাবে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ৯ জনের কারাদণ্ড

14 hours ago 6

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৮ জানুয়ারি) কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু করে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে মিরপুর সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের একটি চৌকস দল, ভেড়ামারা থানা পুলিশ এবং পাবনার নৌ পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম অংশ নেয়। 

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে পশ্চিম বাহিরচরের হার্ডিঞ্জব্রিজ, ফেরিঘাট, মোসলেমপুর ঘাট, গোলাপনগরের বাগগাড়িপোল, কৈগাড়িপাড়া এবং রায়টা পাথরঘাটায় যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত থাকার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 

সাজাপ্রাপ্তদের মধ্যে শুভ রায়হানকে তিন দিনের, মো. আবুল কালাম, মো. আনারুল ইসলাম, মো. সোহাগ হোসেন ও আল আমিনকে পাঁচ দিন দিনের, মো. আতিয়ার মিয়াকে সাত দিনের, শিমুল হোসেন ও শরিফুল ইসলামকে ১৫ দিনের এবং মো. চঞ্চল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন বলেন, ভেড়ামারার বেশ কয়েকটি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে।

Read Entire Article