অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

2 months ago 33

রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে হাফিজুর রহমান টিটু (৪০) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঘাঘট নদীর গোপালগঞ্জ ঘাট এলাকায় অভিযান পরিচালনাকালে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন। 

হাফিজুর রহমান টিটু উপজেলার কৈকুড়ি ইউনিয়নের শুল্লিপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

জানা যায়, হাফিজুর রহমান রহমান টিটু গত দুদিন ধরে ঘাঘট নদীর গোপালগঞ্জ ঘাট এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে হাজির হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বালু উত্তোলনের মেশিন ও প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে পীরগাছা থানার এসআই শাহনেওয়াজের নেতৃত্বে পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে হাফিজুর রহমান টিটু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩-এর ৭ক ধারা লঙ্ঘন করেছেন। এতে একই আইনের ১৫(১) ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Read Entire Article