অভিনেতা জামিলের স্ত্রী মুনমুনের পরিচয়

3 days ago 8
বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের। নিজের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন অভিনেতা জামিল হোসেন। ফেসবুকে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। তারপরই ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানম নাদিয়াসহ আরও অনেকে। জামিলের স্ত্রী মুন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আর সেখান থেকেই তাদের পরিচয়; তা অবশেষে ঘটল পরিণয়ে। জামিলের স্ত্রী মুনের পরিচয় সম্পর্কে জানা গেছে,  মুনমুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে পাড়ি জমান, যেখানে তিনি মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। পড়াশোনা পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে করতেন মুনমুন। তিনি ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দ্রুত দর্শক মহলে জায়গা করে নেন। তার অভিনয় দর্শকদের মন জয় করেছে এবং দশর্কমহলে জনপ্রিয়তা লাভ করেছেন। বিজ্ঞাপন ও নাটকের বাইরে মুনমুন সিনেমাতে কাজ করেছেন। তিনি ‘কাগজ’ সিনেমাতে অভিনয় করেছেন।
Read Entire Article