ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল পাল। মঙ্গলবার ৩ ডিসেম্বর স্টেজশো করতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর তার স্ত্রী সরিতা পাল পুলিশে অভিযোগ করেন। বর্তমানে এই অভিনেতা নিরাপদে বাসায় ফিরেছেন। একটি ভিডিওর মাধ্যমে সুনীল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। খবর : পিঙ্কভিলা
ভিডিওতে তিনি বলেন, ‘আমাকে অপহরণ করা হয়েছিল। আমি এখন ভালো আছি। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার জন্য যারা প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী- সোমবার সুনীল একটি শো করতে মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন। মঙ্গলবারই মুম্বাই ফেরার কথা ছিল তার, কিন্তু তিনি ফেরেননি। তারপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপরই তার নিখোঁজ হওয়ার বিষয়টি গণমাধ্যমে আসে।