অভিনেতার বিরুদ্ধে ৯২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

3 months ago 55

বর্ষাকাল আসতে এখন বেশ বাকি। এর আগেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে ভারতের কেরালার মুম্বাই, পুণেসহ উপকূলবর্তী এলাকায়। রোববার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। বাণিজ্য নগরীতে জনজীবন থমকে গেছে। ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন সেবা। এমন অবস্থাতেই সোমবার মিঠি নদীর পলি নিষ্কাশন দুর্নীতিতে অভিনেতা ডিনো মোরিয়াকে তলব করেছে মুম্বাই পুলিশ। সংশ্লিষ্ট মামলায় ৬৫ কোটি রুপির আর্থিক জালিয়াতের অভিযোগ পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৯২ কোটি টাকারও বেশি।

বাণিজ্যনগরীতে মিঠি নদী বরবারই গুরুত্বপূর্ণ। বন্যা প্রতিরোধের জন্য এ নদীখাতের পলি পরিষ্কার করার জন্য কোটি কোটি রুপি বরাদ্দ করেছিল মুম্বাই প্রশাসন। আর সেখানেই একটা বড় অংকের টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। এবার চলতি মৌসুমে যখন ভারী বর্ষণের জন্য জলমগ্ন মুম্বাই, এমতাবস্থাতেই সোমবার ডিনো মোরিয়াকে ডেকে পাঠাল মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা।

এ মামলায় জাল নথি পেশ, তহবিল তছরূপের অভিযোগ রয়েছে। একটি সূত্রে জানা গেছে, মিঠি নদীর পলি নিষ্কাশনের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেওয়া হয়েছিল, সেটা খরচ করা হয়নি। তদন্তে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্যও। জানা গেল, মিঠি নদী পরিষ্কার করার জন্য যে কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তারা ভুয়া লগবুক, স্লিপ জমা দিয়েছে। শুধু তাই নয়, ভাড়া করা যন্ত্রপাতি বাবদ অতিরিক্ত ৩ কোটি রুপির বিল বানানোর অভিযোগও রয়েছে। এবার সংশ্লিষ্ট মামলার তদন্ত এগোতেই অভিনেতা ডিনো মোরিয়ার নাম উঠে এসেছে। এরপরই মুম্বাই পুলিশের তরফে তাকে তলব করা হয়। প্রশ্ন উঠেছে কীভাবে এ মামলার সঙ্গে ডিনো মোরিয়ার নাম জড়িয়েছে।

মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা সূত্রে জানা গেছে, মামলায় মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ডিনো মোরিয়া এবং তার ভাই সান্তিনো মোরিয়ার একাধিকবার ফোনে কথা হয়েছে। কল লিস্ট ঘেঁটে সেই তথ্য প্রকাশ্যে আসতেই এবার ডাক পড়ল বলিউড অভিনেতার।

মিঠি নদীর পলি সরানো এবং সৌন্দর্যবর্ধন প্রকল্প সম্পর্কিত বিভিন্ন কাজে হাজার কোটি রুপির আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর সেই মামলাতেই বর্তমানে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আর্থিক দুর্নীতির জন্য সরকারি তহবিলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে হিসেব কষতেই এবার আরও জোরদার তদন্ত শুরু হয়েছে। মে মাসের ৩ তারিখ সিট গঠন করেছে মুম্বাই পুলিশ। সেই প্রেক্ষিতেই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এরই মধ্যে। যে তালিকায় পাঁচ ঠিকাদারও রয়েছেন।

বলিউড অভিনেতা ডিনো মোরিয়া ভারতের ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইতালিয় এবং মা ভারতীয়। তার পরিবার ১৯৯৬ সালে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে চলে আসে। ফ্যাশন কোম্পানিতে মডেল হিসেবে কাজ করার পরে তিনি নজড় কাড়েন এবং চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান।

আরও পড়ুন

মোরিয়া একজন সুপার মডেল এবং তিনি টিভি সিরিজ ক্যাপ্টেন ভ্যম এ নবাগত হিসেবে অভিনয় শুরু করেন। তার প্রথম অভিনীত প্রথম সিনেমা ‘পেয়ার মে কাভি কাভি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রিনকি খান্না। সিনেমাটি ব্যবসাসফল হয়নি। তার অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘বাজ: এ বার্ড ইন ডেঞ্জার’, ‘রক্ত’ এবং ‘অ্যাসিড ফ্যাক্টরি’। ২০১০ সালের ‘খাতোরো কি খিলাড়ি’ টেলিভিশন অনুষ্ঠান তিনি প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন।

এমএমএফ/এমএস

Read Entire Article