সকালবেলা বেড-টি নিয়ে সীমা এসে আলতো করে কপালে হাত রাখে। আর তাতে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম খুব পাতলা। বিন্দুমাত্র স্পর্শ বা শব্দ পেলেই ঘুম ভেঙে যায়। ও কেমন করে বুঝলো আমার কপালে আলতো করে স্পর্শ করেই আমাকে যে জাগিয়ে তোলা সম্ভব? আগে তো কখনো ডাকলেও শরীর ধরে ধাক্কাধাক্কি শুরু করে দিত। যেন একটা ছোটো-খাটো যুদ্ধ। আমি এমনটা চাইতাম কিন্তু কখনো পাইনি। আজ পেলাম। আসলে এটা বোঝার জন্য কোনো বিশেষ অভিজ্ঞতার... বিস্তারিত