‘অভিভাবক হয়ে আর বাড়িতে বসে থাকতে পারি না’

1 month ago 17

রংপুরে বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেমে এসেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সড়কে নেমেছে মানুষের ঢল।

শনিবার (৩ আগস্ট) সকাল থেকে রংপুর প্রেস ক্লাব চত্বরে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিতে থাকেন অভিভাবক ও শিক্ষকরাও।

পরে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় জিলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অভিভাবক বলেন, বাংলাদেশের ছাত্ররা কখনো কোনো অন্যায়কারীকে হিসেব করে না। কখনো কারো কাছে মাথানত করে না। আপনাদেরও হিসেব করার সময় নেই।

‘অভিভাবক হয়ে আর বাড়িতে বসে থাকতে পারি না’

পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, আন্দোলনে গ্রেফতার হওয়া সব শিক্ষার্থীর মুক্তিসহ ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা।

অভিভাবকরা জানান, আমাদের ছেলেমেয়েরা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে। অনেকে হত্যার শিকার হয়েছে। অনেকে আহত হয়ে হাসপাতালে-বাড়িতে কাতরাচ্ছে। অনেকে আবার আতঙ্কে দিনানিপাত করছে। আমরা অভিভাবক হয়ে বাড়িতে বসে থাকতে পারি না। তাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি।

জিতু কবীর/জেডএইচ/এমএস

Read Entire Article