অভিযোগপত্রের মালা পরে সরকারি অফিসে হামাগুড়ি যুবকের

1 month ago 30

গলায় ‘অভিযোগপত্রের মালা’ পরে এবং হামাগুড়ি দিয়ে সরকারি দপ্তরে ঢুকে দুর্নীতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন ভারতের এক যুবক! তার সেই কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা যায়, ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের নিমুচ জেলায়। ভাইরাল যুবকের নাম মুকেশ প্রজাপতি। তিনি কাঙ্করিয়া গ্রামের বাসিন্দা।

গ্রামপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ করেছিলেন মুকেশ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ছয় বছর পরেও গ্রামপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি প্রশাসন।

এরপরেই অভিনব উপায়ে প্রতিবাদের পরিকল্পনা করেন মুকেশ। তিনি দুর্নীতির অভিযোগ জানিয়ে যেসব নথি জমা দিয়েছিলেন, সেগুলোর মালা পরে হাজির হন সোজা জেলা প্রশাসকের দপ্তরে।

STORY | MP man rolls on road inside district collectorate to highlight corruption by village sarpanch

READ: https://t.co/DvciwULMla

VIDEO: pic.twitter.com/dNwORYQTGz

— Press Trust of India (@PTI_News) September 3, 2024

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গলায় এবং গায়ে কাগজের মালা জড়িয়ে হামাগুড়ি দিতে দিতে দপ্তরে ঢুকছেন মুকেশ। উপস্থিত জনতা অবাক হয়ে দেখছেন তার এই অভিনব প্রতিবাদ! কেউ কেউ দৃশ্যটি ক্যামেরাবন্দি করেও রাখছেন।

মুকেশের এই প্রতিবাদের দৃশ্য ভাইরাল হলে চাপে পড়ে জেলা প্রশাসন। শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে নিমুচের মহকুমা প্রশাসক মমতা খেড়ে বলেছেন, মুকেশ প্রজাপতি গ্রামপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করতে চান। আগেও বহুবার অভিযোগ জানিয়েছিলেন তিনি। কোনো কারণে তা আমাদের নজর এড়িয়ে গেছে। তবে এরই মধ্যে তার অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তর।

সূত্র: পিটিআই, সংবাদ প্রতিদিন
কেএএ/

Read Entire Article