ভারতীয় উপমহাদেশের ইউরোপীয় তথা ব্রিটিশ শিক্ষাব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে লর্ড ম্যাকলের বিশেষ ভূমিকা রহিয়াছে। আইনের ক্ষেত্রেও তাহার একটি বিশেষ ভাবনা ছিল। তিনি মনে করিতেন যে—একটি সাধারণ, স্পষ্ট এবং অভিন্ন আইনি ব্যবস্থা ভারতীয় উপমহাদেশের জন্য প্রয়োজনীয়, যাহাতে প্রশাসন পরিচালনা সহজ হয় এবং ঔপনিবেশিক শাসন মজবুত হয় । তাহার এই দণ্ডবিধির খসড়ার উপর ভিত্তি করিয়াই বর্তমান ভারত, পাকিস্তান ও... বিস্তারিত