অর্থ আত্মসাতের মামলায় সাবেক খাদ্য কর্মকর্তা কারাগারে

3 months ago 48

 

চাষিদের কাছ থেকে গম না কিনে মিল মালিকদের কাছ থেকে নিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সাবেক খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলামকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজহারুল ইসলাম রাজশাহীর বাগমারা থানার মিরপুর এলাকার ওহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

সোমবার (২৪ জুন) সকালে রাজশাহী বিভাগীয় স্পেশাল আদালতে বিচারক মোছা. ইসমত আরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আইনজীবী জানান, আজহারুল চাষিদের কাছ থেকে গম না কিনে মিল মালিকদের কাছ থেকে গম কিনেছিলেন। এত তিনি প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতি করে আত্মসাৎ করেন। এ অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন ২০২০ সালে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এ মামলার অভিযোগপত্রও দায়ের করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিনেও আসামিরা আদালতে হাজির হননি। এদের মধ্যে শুধু আজহারুল ইসলাম আজ কোটে আত্মসমর্পণ করেন। তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য ছয়জন আসামি এখনো পলাতক।

সাখাওয়াত হোসেন/এমএএইচ/

Read Entire Article