‘অর্থনীতি মজবুত অবস্থায় রেখে যাবে অন্তর্বর্তী সরকার’

2 hours ago 4

অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি মেরামত করে মজবুত অবস্থায় রেখে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

তিনি বলেন, বিগত সরকার অবাধ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে রেখে গেছে। অন্তর্বর্তী সরকার ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে নানান উদ্যোগ অব্যাহত রেখেছে। আগামীতে যে সরকার আসবে, তাদের জন্য মজবুত অর্থনীতি রেখে যাবে এ সরকার।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের শেষে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে পঞ্চম শিল্পবিপ্লব উন্নত দেশগুলোতে শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও এআই বিষয়ে শিক্ষাদান ও এটা চর্চার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। পাশাপাশি রোবোটিক বিষয়েও উন্নতির প্রতি গুরুত্ব দিতে হবে।

jagonews24

সভাপতির বক্তব্যে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবহেলা ও বঞ্চনার শিকার। এজন্য তিনি শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়নের ওপর জোর দেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

এর আগে সকালে বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল রুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন। উৎসবে সাধারণ শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, গল্প লেখাসহ নানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিনামূল্যে রক্তদান ও দাঁতের চিকিৎসার ক্যাম্পেইন করা হয়।

এএএইচ/ইএ

Read Entire Article