বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন খাতে বিদ্যমান সংকট থেকে উত্তরণে টাস্কফোর্স বিভিন্ন সুপারিশ করেছে। বিভিন্ন সংকটের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা অন্যতম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে টাস্কফোর্সের সুপারিশসমূহ নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরও পড়ুন
তিনি জানান, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যেসব সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছে- বৈদেশিক ঋণের পরিমাণ সহনীয় পর্যায়ে রাখতে হবে; উচ্চ হারে বৈদেশিক ঋণ গ্রহণের পরিবর্তে নমনীয় সুদে ঋণ গ্রহণ করতে হবে; বৈশ্বিক অস্থিরতা থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত ও জোরদার করতে হবে; উন্নয়ন প্রকল্প গ্রহণের সতর্কতা অবলম্বন ও এর মান নিশ্চিত করতে হবে; রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে করনীতি ও কর প্রশাসন সম্পূর্ণ পৃথক করতে হবে; অপ্রয়োজনীয় করছাড় বাতিল করতে হবে; সরবরাহ ব্যবস্থার বিদ্যমান ত্রুটি নিরসনে উদ্যোগ নিতে হবে; তৈরি পোশাক শিল্পের ওপর অতি নির্ভরশীলতা কমাতে হবে; অন্যান্য সম্ভাবনাময় শিল্পকে উৎসাহিত করতে হবে; বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের সম্মানিত বাণিজ্য ও বিনিয়োগ নীতি প্রস্তুত করতে হবে; ভৌত অবকাঠামো ও লজিস্টিক খ্যাতের সমস্যাসমূহ দূর করতে হবে ও রপ্তানি সহায়তা পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গ্রহণ করতে হবে।
ইএ/এমএস