অর্ধদিবস কর্মবিরতির ডাক পৌনে ৪ লাখ শিক্ষকের  

3 months ago 7
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পৌনে ৪ লাখ সহকারী শিক্ষক আগামীকাল বুধবার (২১ মে) দেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন।  সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষকরা শ্রেণিকক্ষ বর্জন করে ক্লাস-পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকবেন। তাদের দাবি, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণ, উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি নিশ্চিত করা। ছয় সংগঠনের ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষকরা জানান, চার বছর পর নয়, এন্ট্রি পদ হিসেবে সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণ করতে হবে। এছাড়াও, সহকারী শিক্ষক পদকে ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি নিশ্চিত করার দাবি তাদের। সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কারের মাধ্যমে এ দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।  বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন কালবেলাকে বলেন, পূর্বঘোষিত এ কর্মসূচি বুধবার (২১ মে) দেশব্যাপী পালিত হচ্ছে। এর আগে ৫ মে এক ঘণ্টা কর্মবিরতি এরপর দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে সরকারকে দাবি মেনে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কোনো উদ্যোগ নেয়নি। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কর্মসূচি স্থগিত করে আলোচনার অনুরোধ করা হলেও, শিক্ষক নেতারা স্পষ্ট জানিয়েছেন যে কর্মসূচি ও আলোচনা একসঙ্গে চলবে। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ-এর ডাকে শিক্ষকরা গত ৫ মে থেকে প্রথমে এক ঘণ্টা এবং এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে। এদিকে, বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক পলিসি ও অপারেশন, ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদসহ ৬টি সংগঠনের ৩০ জন প্রতিনিধির সাথে বৈঠক করেন। সেখানে কর্মসূচি স্থগিত করার আহ্বান জানানো হলেও, শিক্ষক নেতারা পূর্বঘোষিত কর্মবিরতি চলমান রাখার কথা জানান। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ-এর ডাকে তারা গত ৫ মে থেকে প্রথমে এক ঘণ্টা, এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে আসছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন।
Read Entire Article