অর্ষার মায়ের মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ

2 months ago 12
মারা গেছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন)  দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর পর হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী মোস্তাফিজুর নূর ইমরান ।  জানা যায়, কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মাসুদা হক। মায়ের অসুস্থতার কারণে অর্ষা কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। ব্যক্তি জীবনে নতুন সংসার শুরু করলেও এই সময়টাতে মাকে ঘিরেই ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু। এদিকে অর্ষার স্বামী ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান শাশুড়ির মায়ের মৃত্যু পরবর্তী সময়ে চিকিৎসা সেবার মান নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না। আর হলে হাসপাতালে যাবেন না। তিনি আরও লিখছেন, সাংবাদিক ভাইদের বলছি, ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্টে কারা কী করছে তা নিয়ে মাথা ঘামানোর আগে একবার হাসপাতালগুলোতে যান। দেখুন কী ভয়াবহ পরিস্থিতি সেখানে! সরকারি-বেসরকারি সবখানেই টাকার খেলা। সেবা কিংবা মানসিকতা কিছুই নেই।  উল্লেখ্য, একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন নাজিয়া হক অর্ষা। ছোট পর্দা, ওটিটি ও সিনেমায় সমানতালে কাজ করছেন তিনি। ২০২৪ সালের শুরুতে অভিনেতা ইমরানের সঙ্গে বিয়ে হয় তার। প্রায় সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করেন এই তারকা দম্পতি।  
Read Entire Article